Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বামী আয় জানার অধিকার আছে স্ত্রীর, জানাল কেন্দ্রীয় কমিশন



স্বামী আয় জানার অধিকার আছে স্ত্রীর, জানাল কেন্দ্রীয় কমিশন 




পুরুষদের আয়ের হিসাব সাধারনত কেউ নেন না আবার জানতে চাইলেও অনেকেই আয় সম্পর্কে জানায় না। তবে এবার সেই দিন শেষ। স্ত্রী চাইলে স্বামীর আয় জানতে পারে। সেই অধিকার রয়েছে এমনি জানাচ্ছে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন(CIC)। 


সেন্ট্রাল ইনফরমেশন কমিশন(CIC)মঙ্গলবার জানিয়ে দিয়েছে, স্বামীর আয়ের অঙ্ক আরটিআই করে জানতে পারেন স্ত্রী। 



সম্প্রতি রহমত বানু নামে যোধপুরের এক মহিলা আয়কর দফতরের কাছে তাঁর স্বামীর আয় জানতে চাইলে আয়কর দফতর তাঁকে পাত্তা দেয়নি। এরপরেই বিষয়টি সিআইসি-র কাছে আসলে সিআইসি শেষপর্যন্ত আয়কর দফতরকে নির্দেশ দেয় ১৫ দিনের মধ্যে ওই মহিলাকে তাঁর স্বামীর আয়ের হিসেব দিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code