Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওজন কমাতে চান? জেনে নিন কিছু সহজ টিপস

 


ওজন কমাতে চান? জেনে নিন কিছু সহজ টিপস

বেশি ওজন চান এমন মানুষের অভাব পৃথিবীতে খুব কম। তবে অনেকেই ওজন না বাড়ানোর জন‍্য একাধিক পরিকল্পনা ফলো করেন। কেউ ডায়েট পালন করেন আবার কেউ শরীরচর্চা কিংবা অন‍্য কোনো উপায় মেনে চলেন। তবে শরীর চর্চা , ডায়েট ছাড়াও রয়েছে কিছু টিপস যা আপনাকে ওজন কমাতে সহায়তা করতে পারে। 


জেনে নেওয়া যাক বিস্তারিত- 

  • ভালো করে চিবিয়ে খাবার খান। এতে সহজে হজম হয় খাবার।
  • একটা নির্দিষ্ট মাপের পাত্রে ছোট প্লেটে খাবার খান।কঠিন ডায়েট না করলেও শরীর নির্দিষ্ট মানের খাওয়ার পেয়ে সেই মোতাবেক নিজেকে গড়ে তোলে। তাতেই অভ্যস্ত হয়ে ওঠে শরীর। 
  • চিপস, কোল্ড ড্রিঙ্কস, ভাজাভুজি এড়িয়ে চলুন। 
  • খাবার খাওয়ার ১৫ মিনিট আগে জল খেয়ে নিন। জল, খাবার হজম করতে সাহায্য করবে।অতিরিক্ত ফ্যাট জাতীয় খাওয়ারও হজম হয়ে যাবে। শরীরে লাগতে দেবে না। 
  • খালি পেট রাখবেন না। 
  • অকারণে চিন্তা, চাপ নেবেন না। কর্টিসল নামক একটি হরমোন ক্ষরণ হয় যা আপনার খিদে বাড়ার প্রবণতা বাড়িয়ে দেয় এবং আপনাকে অতিরিক্ত খাওয়ার দিকে পরিচালিত করতে পারে। যার ফলে ওজন বাড়তে পারে।
  • অবশ্যই ভালোমতো ঘুমানো প্রয়োজন। 
  • জাঙ্ক ফুড থেকে অবশ্যই দূরে থাকুন। 
  • খিদে পেলে প্রোটিন জাতিয় খাবার খান। এতে খিদেও মিটবে, মুখের স্বাদও বদলাবে কিন্তু মোটা হওয়ার প্রবণতা থাকবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code