দিনহাটা ভিলেজ 2 এর প্রধান জয়ন্ত দাস  আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 

দিনহাটা 1 নং ব্লক তৃণমূল যুব সভাপতি এবং  দিনহাটা ভিলেজ 2 এর প্রধান জয়ন্ত দাস  আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 


গতকাল হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। আজ সকালে তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানাগেছে ডায়াবেটিস ও প্যানক্রিয়াটিস রোগে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৩ বছর। 

তরুন এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।