Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাত রাজ‍্যের জেলাশাসক রদবদল রাজ‍্যে



সাত রাজ‍্যের জেলাশাসক রদবদল রাজ‍্যে 


সাত রাজ‍্যের জেলাশাসক রদবদল করল রাজ‍্য সরকার। সোমবার রাজ‍্য সরকারের তরফে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। 


একনজরে রদবদল- 

বিজয় ভারতী পূর্বে বর্ধমানের জেলাশাসক ছিলেন এখন বীরভূমের জেলাশাসকের দায়িত্ব দেওয়া হল তাঁকে। পূর্ব বর্ধমানের জেলাশাসক হলেন এনামুল হক। জলপাইগুড়ির জেলাশাসক হলেন মৌমিতা গোদারা বসু। তিনি আগে বীরভূমের জেলাশাসক ছিলেন। উত্তর ২৪ পরগনার জেলাশাসক হলেন আইএএস সুমিত গুপ্তা। এতদিন তিনি WBIDC-র একজিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন। পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে থাকা শশাঙ্ক শেঠিকে দার্জিলিং-এর জেলা শাসকের দায়িত্ব দেওয়া হল। 


জলপাইগুড়ির জেলাশাসক পদে থাকা অভিষেক কুমার তিওয়ারিকে পাঠানো হল জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে দায়িত্ব দেওয়া হল বিভু গোয়েলকে। বিভু গোয়েল আগে নদীয়ার জেলাশাসক ছিলেন।নদীয়ার জেলাশাসক হলেন পার্থ ঘোষ। উনি পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন। দার্জিলিংয়ের জেলাশাসক পদে থাকা পোন্নাবলম এস-কে জয়েন্ট সেক্রেটারি এল অ্যান্ড এলআর এর দায়িত্ব দেওয়া হল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code