ফের বড়োসড়ো করোনার থাবা জলপাইগুড়ি শহরে



ফের বড়োসড়ো করোনার থাবা জলপাইগুড়ি শহরে। গত দুদিনে মোট আক্রান্তের সংখ্যা ৫২। 

সোমবার জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো জানান রবিবার এবং সোমবার নতুন করে ৫২ জন করোনায় সংক্রামিত হয়েছেন। 


প্রতিটি সংক্রামিত এলাকাকে জীবাণুমুক্ত করার পাশাপাশি করা হয় কনটেইনমেন্ট জোন। 

সন্দীপবাবু জানান, সাধারণ মানুষের প্রতি বারবার তারা অনুরোধ করছেন সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার। তিনি বলেন, নিয়মবিধি না মানলে পরবর্তীতে এমন একটি সময় আসবে তখন সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সাধারণ মানুষের প্রতি তিনি অনুরোধ করেছেন অযথা বাজারে যেন ঘোরাঘুরি না করেন।