Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য প্রশাসনে বিরাট রদবদল- জলপাইগুড়িতে D.M. পদে আসছেন মৌমিতা গোদারা বসু

রাজ্য প্রশাসনে বিরাট রদবদল- জলপাইগুড়িতে D.M. পদে আসছেন মৌমিতা গোদারা বসু 






বাংলার আইএএস ক্যাডারের একটি বড় রদবদলে সোমবার সাত জেলার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পরিবর্তন করা হয়েছে। 

শশাঙ্ক শেঠিকে ভূমি ও ভূমি সংস্কার বিভাগের যুগ্ম-সচিব Ponnambalam S-কে দার্জিলিংয়ের নতুন জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। 

বীরভূমের নতুন ডিএম হলেন বিজয় ভারতী। 

অভিষেক কুমার, যিনি  জলপাইগুড়ির ডি এম ছিলেন, তিনি উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হয়েছেন। আর জলপাইগুড়ির ডিএম হলেন মৌমিতা গোদারা বসু।

চৈতালী চক্রবর্তীর স্থলে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের সেক্রেটারি করা হয়েছে, সুমিত গুপ্ত উত্তর চব্বিশ-পরগনার নতুন ডিএম হয়েছেন।


পূর্ব মেদিনীপুরের নতুন ডিএম হলেন পার্থ ঘোষের পরিবর্তে বিভূ গোয়েল যাকে নদিয়ায় তার নতুন ডিএম হিসাবে পাঠানো হয়েছে। 


অভিজিৎ মুখার্জীকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম-সচিব করা রাহুল মজুমদারের স্থলে পুরুলিয়ার ডিএম করা হয়েছে। 

পরিবেশ বিভাগের অধ্যক্ষ সচিব বিবেক কুমারকে পশ্চিমবঙ্গ মূল্যায়ন বোর্ডের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

একইভাবে ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার এ সুববিয়াকে, যিনি পশ্চাদপদ শ্রেণি কল্যাণ বিভাগের প্রধান সম্পাদক এবং পশ্চিমবঙ্গ প্রয়োজনীয় পণ্য সরবরাহ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে মেদিনীপুর বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

১৯৯৯ ব্যাচের আইএএস কর্মকর্তা বন্দনা যাদবকে পিই এবং আইআর বিভাগের সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের (ডাব্লুবিআইডিসি) ম্যানেজিং ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্বে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সচিব। 


একই সঙ্গে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের সচিব থাকা প্রীতি সরকার রাষ্ট্রপতি বিভাগের কমিশনার হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code