অস্ট্রেলিয়া সফর: প্রথম একদিনের ম‍্যাচ খেলেই ধাক্কা খেল টিম ইণ্ডিয়া 




অস্ট্রেলিয়া সফরে প্রথম একদিনের ম‍্যাচের জোড়া ধাক্কা খেল ভারত। একদিকে যখন প্রথম ওডিআই হারতে হল তখন অন‍্যদিকে স্লো ওভার রেটের জন‍্য জরিমানা হল ভারতীয় দলের। জানা গেছে, ক্রিকেটারদের ম‍্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা ধার্য হয়েছে। 


মাঠের দুই আম্পায়ার রড টাকার, স্যাম নোগাজস্কি, টিভি আম্পায়ার পল রিফেল এবং চতুর্থ আম্পায়ার রেরার্ড আবুদ অভিযোগের পর শুনানি ছাড়াই স্লো ওভার রেটিং-এর অভিযোগ প্রমাণিত হলে ম্যাচ রেফারি ডেভিড বুন বিরাট কোহলির দলকে এই জরিমানা করেন। নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে ভারতীয় দল। আইসিসি'র ২.২২ আর্টিকেল অনুযায়ী নির্দিষ্ট সময়ে এক ওভার কম হওয়ায় ২০শতাংশ ম‍্যাচ ফি কাটা যাবে খেলোয়াড়দের। 

অস্ট্রেলিয়া সফরে গিয়ে একদিনের সিরিজের প্রথম ম‍্যাচে ভারতকে দুরমুশ করে জয় ছিনিয়ে নেয় ফিঞ্চের নেতৃত্বাধীন অজি টিম। করোনা প্রাদুর্ভাবে প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ খেলতে নামে কোহলির নেতৃত্বাধীন ভারত। আর প্রথম ম‍্যাচেই হারতে হল।