সমতা ফেরার লড়াইয়ে মাঠে নামল ভারত
প্রথম একদিনের ম্যাচে হারের ধাক্কা কাঁটানোর লড়াই আজ টিম ইণ্ডিয়ার। প্রথম একদিনের ম্যাচে ভারত ৬৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। আজ সিডনিতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে আজ সমতা ফেরানোর লড়াই কোহলিদের কাছে।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আজ ভারতীয় দল অপরিবর্তিত থাকলেও, অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন হয়েছে। স্টোয়িনিসের জায়গায় প্রথম একাদশে এসেছেন হেনরিক্স।
Australia have opted to bat in the second #AUSvIND ODI 🇦🇺
— ICC (@ICC) November 29, 2020
Can they seal the series today and go atop the ICC Men's @cricketworldcup Super League table? pic.twitter.com/wKYcX8gTUA
ভারত- শিখর ধবন, ময়ঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, নবদীপ সাইনি, মহম্মদ শামি, যসপ্রীত বুমরাহ, যুযবেন্দ্র চহাল।
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশান, মোয়েজে হেনরিক্স, অ্যালেক্স কারে, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊