৬৬ রানের প্রথম একদিনের ম্যাচে জয় অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া- ৩৭৪/৬ (৫০ ওভার)
ফিঞ্চ ১১৪, স্মিথ ১০৫, ওয়ার্নার ৬৯, ম্যাক্সওয়েল ৪৫
জাম্পার - ৪উইকেট, হ্যাজেলউড- ৩ উইকেট

ভারত- ৩০৮/৭ (৫০ ওভার)
হার্দিক ৯০, শিখর করেন ৭৪, মায়াঙ্ক ২২, বিরাট কোহলি ২১
শামি- ৩ উইকেট


AUS vs IND: প্রথম একদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের 

ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নারের দুরন্ত শতরানে বড় রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ করেন ১১৪ রান ও স্টিভ স্মিথ করেন ১০৫। এরপরেই ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্নার ৬৯ রান করেন। ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান তোলে অস্ট্রেলিয়া। ভারতের হয়ে মহম্মদ শামি ৩ উইকেট নেন।


৩৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে মায়াঙ্ক আগরওয়াল ২২ রান, বিরাট কোহলি ২১ রান, শ্রেয়স আইয়ার ২ রান করে পরপর প্যাভিলিয়নে ফেরেন। তিনজনেই হ্যাজেলউডের শিকার। ১২ রান করেন রাহুল। এরপরেই মাঠে নেমে ম্যাচকে কিছুটা এগিয়ে নিয়ে যান শিখর ও হার্দিক। হার্দিক পাণ্ডিয়া করেন ৯০ এবং শিখর করেন ৭৪ রান। বল হাতে দাপট দেখাতে থাকে জাম্পার। চারটি উইকেট সংগ্রহ করেন তিনি।৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৮ রানে থমকে যায় ভারত। 




এদিন প্রয়াত দুই ক্রিকেটার ফিল হিউজ এবং ডিন জোন্সের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ম্যাচ শুরু হওয়ার আগে দু'জনের সম্মানেই নীরবতা পালন ও কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন দুই দলের খেলোয়াড়রা। পাশাপাশি, হাইভোল্টেজ সিরিজ শুরুর আগে এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুই দলের ক্রিকেটাররা খালি পায়ে সম্মিলিতভাবে বর্ণবৈষম্যের বিরুদ্ধেও প্রতিবাদ জানান।