১০৪ তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হল দিনহাটায় 



সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার দিনহাটাতেও ১০৪ তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন করা হল। 


দিনহাটা মদনমোহন পাড়া শাখা সহ ভেটাগুড়ি, নিগমনগর, নাজিরহাট, বামনহাট,  সাহেবগঞ্জ, গিতালদহ ও দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবনে রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক কমরেড দেবাশীষ দেব।এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন নেতৃবৃন্দ।



উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য  প্রবীর পাল, শুভ্রালোক দাস,সিপিআইএম নেতা  প্রবোধ নাগ,  অভিনব রায়।



এরপর মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে গণশক্তি পত্রিকার বিশেষ সংখ্যা বিক্রয় অভিযান কর্মসূচি পালন করা হয় দিনহাটা শহরের হাটে-বাজারে ও পথ চলতি মানুষদের মধ্যে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন  দেবাশীষ দেব, প্রবীর পাল, শুভ্রালোক দাস, অভিনব রায় ও অন্যান্যরা।