নতুন এক বিরল ভাইরাসের সন্ধান মানবদেহে- চিন্তিত স্বাস্থ্যবিভাগ
করোনা ভাইরাসের ফলে নাজেহাল গোটা বিশ্ব।এই ভাইরাসের ফলে মানুষের স্বাভাবিক জীবনে ছন্দ ব্যাহত হয়েছে। এবার করোনার পর এক বিরল ভাইরাসের সন্ধান পাওয়া গেল।এবার সেরকমই ভাইরাস ঘাঁটি গেড়েছে কানাডায়।
কানাডার স্বাস্থ্য বিভাগ বুধবারই এই বিরল ভাইরাস নিয়ে সতর্ক করেছে।কানাডার আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়াইন ফ্লু-র ‘H1N2’ ভাইরাসের খোঁজ মিলেছে। মানবদেহে এই ভাইরাসের উপস্থিতি খুবই বিরল বিষয়।
বিশেষজ্ঞদের এই ব্যাপারটাই বেশি করে ভাবাচ্ছে।তবে স্বস্তির কথা,এই ভাইরাস চট করে একজন মানুষের থেকে অন্য জনের শরীরে ছড়ায় না। ফলে এ যাত্রায় কিছুটা হলেও রক্ষে পাওয়া গিয়েছে। না হলে ফের বিশ্বে করোনা মহামারীর মতো পরিস্থিতি হতে পারত।
এবছর অক্টোবর মাসের মাঝামাঝি কানাডার আলবার্তা প্রদেশের এর ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন৷ তাঁর শরীরে ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণ দেখা গিয়েছিল। কিন্তু কিছুতই তাঁর অসুখ সারছিল না। একাধিক পরীক্ষা নীরিক্ষার পর বোঝা যায় তিনি ‘H1N2’ ভাইরাসে আক্রান্ত।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কানাডার ওই অংশে এই সময় সাধারণ ইনফ্লুয়ঞ্জার সংক্রমণ দেখা যায়।সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠছেন।আর কেউ এই ভাইরাসে সংক্রমিত হননি। সংশ্লিষ্ট ব্যক্তি কীভাবে করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখছে স্বাস্থ্যবিভাগের কর্তারা।
প্রসঙ্গত উল্লেখ্য, বিরল হতে পারে‘এইচ ১ এন ১’ ভাইরাসে মানুষ আক্রান্ত হলেও ‘H1N2’ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা৷গত ১৫ বছরের গোটা বিশ্বে মাত্র ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊