Latest News

6/recent/ticker-posts

Ad Code

সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই আধুনিক চিকিৎসা ব্যাবস্থা নিয়ে এলো 'ইমেজ ক্লিনিক'

কলকাতাঃ করোনা মহামারির ফলে একটা সময় পুরোপুরি থমকে গিয়েছিল সাধারন মানুষের স্বাভাবিক জন-জীবন। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বহু চরাই উতরাই পারিদিতে হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার, নার্স তথা প্রথম সাড়ির সকল COVID যোদ্ধাদের। তাঁর পরেই আজো আমরা এই মারণ ভাইরাসের থেকে নিস্তার পাইনি কেউ। একে একে কেড়ে নিচ্ছে বহু প্রাণ। আর এমন সময় আমাদের একটাই উপায় সঠিক চিকিৎসা।

তাই সকল দিককেই প্রাধান্য দিয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনেই বিখ্যাত ডাক্তার দেবশ্রী বনিক কলকাতা শহরে চালু করলেন আরও একটি নতুন ক্লিনিক। ক্লিনিকের নাম "ইমেজ ক্লিনিক"। দাঁত, স্কিন, চুলের যাবতীয় সমস্যার চিকিৎসা করা হয় এখানে নামী ডাক্তারের দ্বারা।

লকডাউনের পর সমস্ত বিধিনিষেধ মেনেই এখানে চিকিৎসা করা হচ্ছে রোগীদের। তবে ডাক্তার দেবশ্রী বনিক এর এই চিকিৎসালয়ে রয়েছে যাবতীয় অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি। যার দ্বারা রোগীদের চিকিৎসা করা হয়।

লকডাউনের পর সমস্ত বিধিনিষেধ মেনেই শুরু হয়েছে "ইমেজ ক্লিনিক" এর চিকিৎসা ব্যাবস্থা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code