১০৫ বছরে পদার্পণ করলো ভট্টাচার্য্য বাড়ির কালীপুজো

১০৫ বছরে পদার্পণ করলো ভট্টাচার্য্য বাড়ির কালীপুজো


১০৫ বছরে পদার্পণ করলো ভট্টাচার্য্য বাড়ির কালীপুজো। বাঁকুড়ার ইন্দাসের মেরাল গ্রামে দীর্ঘ দিন যাবৎ চলে আসছে এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে অনেক ইতিহাস আছে বলে জানান ভট্টাচার্য্য বাড়ির বয়োজ্যেষ্ঠা পুষ্পরানী ভট্টাচার্য্য। 


এখন ভট্টাচার্য্য বাড়ির পুত্র অর্পণ মায়ের ঘট নিয়ে আসে এবং বনেদি ভাবে বাড়ির পুজো সম্পন্ন হয়। এবং অমাবস্যা তিথি কেটে গেলেই ঘট ও সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন করা হয়। পুজোর দিনে পরিবারের সকলে যে যেখানে থাকে সবাই বাড়ি আসে। এই বছর কোভিড বিধি মেনে খুব সংক্ষিপ্ত আকারেই পুজোর আয়োজন করা হয়। 


বাড়ির ছোটো পুত্র অর্ক ভট্টাচার্য্য জানান যে পুজোর দিন ঢাকের আওয়াজে বাড়ির সকলে মেতে ওঠেন, সারাদিন উপোস থেকে রাত্রি বেলায় আমরা পরিবারের সবাই মায়ের কাছে অঞ্জলি দি। এবং নিরঞ্জনের আগে মাকে আমাদের বাসভূমিতে নিয়ে আসে মিষ্টি মুখ করিয়ে তারপর নিরঞ্জন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ