করোনা রুখতে শুধু ভ্যাকসিন যথেষ্ট নয়, সতর্ক করলো হু (WHO) প্রধান


SANGBAD EKALAVYA: প্রায় এক বছর পূর্ণ করতে চললো মারণ ভাইরাস করোনা। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে সাড়ে পাঁচ লক্ষ। এখনও পর্যন্ত ১৩ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এমতাবস্থায় বিশ্বজুড়ে সকলেই তাকিয়ে আছেন ভ্যাকসিনের দিকে। অনেকেই মনে করছেন প্রতিষেধক এসে গেলেই এই আতঙ্কের জীবন থেকে রেহাই মিলবে। আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন। যদিও সে সব আশায় জল ঢেলে দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus)।


হু প্রধান জানিয়েছেন শুধুমাত্র ভ্যাকসিন করোনা মহামারী থেকে বাঁচার উপায় নয়। তবে কীভাবে রেহাই মিলতে পারে, সেই পথ বাতলে দিয়ে তিনি জানিয়েছেন করোনা মোকাবিলার অন্যতম একটি পথ হল ভ্যাকসিন। যেহেতু এই ভাইরাস অনেকভাবেই ছড়াতে পারে তাই এর প্রতিরোধের সম্ভাব্য সমস্ত দিকগুলি বিবেচনা করতে হবে। তাঁর কথায় ভ্যাকসিন এর সাথে সাথে নিয়মিত পর্যবেক্ষণ, পরীক্ষা, কন্ট্র্যাক্ট ট্রেসিং, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার ও সামাজিক দূরত্ববিধি মেনেই চলতে হবে। পাশাপাশি সকলকে সচেতন রাখতে সতর্কতামূলক বার্তাও ছড়িয়ে দিতে হবে। সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেতে হবে এর বিরুদ্ধে।