WhatsApp- নিয়ে এল নতুন ফিচারে, স্বস্তি পেতে পারেন আপনিও
একের পর এক নতুন ফিচার যোগ হয়েই চলছে হোয়াটসঅ্যাপে। প্রযুক্তির দুনিয়ায় হোয়াটসঅ্যাপ এখন একটি খুবই জনপ্রিয় অ্যাপ। অনবরত যে অ্যাপের নতুন ফিচারে উন্নত হয়ে চলছে। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে এল একটি বহুকাঙ্ক্ষিত ফিচার। এখন থেকে যে ফিচারে উপকৃত হতে পারেন আপনিও।নোটিফেকশন বা বার বার হোম স্ক্রিন জ্বলে ওঠা নিয়ে বিরক্তি প্রকাশ করতে হবে না। আর তা হল চ্যাট মিউট।
আপনার অজান্তেই ফ্যামিলি বা ফ্রেন্ডস সহ একাধিক গ্রুপে আপনি যুক্ত হয়ে গেছেন। যেখান থেকে আপনি না পাচ্ছেন লেফট নিতে বা সেই গ্রুপের কথোপকথনে আপনার ইচ্ছা নেই। সেই গ্রুপ গুলো থেকে স্বস্তি পেতে এল এই নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে আপনি গ্রুপ চ্যাটকে বরাবরের জন্য মিউট করে দিতে পারবেন।
এতদিন গ্রুপ চ্যাট মিউট করা যেত ৮ ঘণ্টা নয়তো ১দিন। এখন এর সঙ্গেই যুক্ত হয়েছে Always,যা ব্যবহার করে আপনি বরাবরের মতো নির্দিষ্ট গ্রুপের চ্যাট মিউট করতে পারবেন।
গ্রুপের চ্যাট আপনি মিউট করতে চান তাহলে কি করবেন?
- প্রথমে সেই চ্যাট গ্রুপটি সিলেক্ট করবেন
- তারপর সেখানে দেখতে পাবেন মিউটের অপশন
- সেখানে ক্লিক করলেই আপনাকে তিনটি অপশন দেবে - ৮ ঘণ্টা / ১ দিন/ Always
- সেখান থেকেই বেঁছে নিন আপনি কত সময়ের জন্য মিউট করে রাখতে চান। যদি পুরোপুরি বরাবরের জন্য মিউট করতে চান তাহলে Always অপশনে ক্লিক করে দিন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊