'তপশিলি সংলাপ ' কর্মসূচি তৃণমূল কংগ্রেসের



সুজাতা ঘোষ , বাগডোগরা :


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যাওয়ার লক্ষ্যে 'তপশিলি সংলাপ 'নামে বিশেষ কর্মসূচির সূচনা করেছে তৃণমূল কংগ্রেস । গতকাল থেকে এই প্রচার কর্মসূচী শুরু হয় গ্রামীণ মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে।



মাটিগাড়া ব্লকের ১নং পাথরঘাটা অঞ্চলে 'তপশিলি সংলাপ' নামক বিশেষ প্রচার গাড়ির শুভ উদ্বোধন করেলেন মাটিগাড়া 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেশ্বর রায় ।এদিন তাঁরা পাথরঘাটা অঞ্চল থেকে শুরু করে রাঙ্গাপানি অঞ্চলের প্রায় ২৫টি তপশিলি সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়ি গিয়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর নানান উন্নয়ন প্রকল্প তুলে ধরেন। 



এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেশ্বর রায় , গোঁসাইপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন সরকার, গোঁসাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় রায়, উক্ত এলাকার এসির লিডার সুজিত দাস , তপন রায় ,স্বপন ছেত্রী ,খগেন রায় সহ এই দলের অন্যান্য দলীয়কর্মীরা ।