লকডাউন চলাকালীন কোনও বিক্রি হয়নি তবে এখন মনে হচ্ছে পুরো ভারত আমাদের সাথে রয়েছে




কে বলে স্যোশাল মিডিয়া শুধু অবসর বিনোদনের জন্য। স্যোসাল মিডিয়া যে সমাজেরই দর্পণ তা আবারো প্রমান হলো। 

লকডাউনে দিশেহারা এক ছোট্ট খাবার দোকানের নিদারুণ কষ্টের কথা সম্প্রতি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হয়। দক্ষিণ দিল্লির এক ছোট্ট খাবার দোকানের বয়স্ক মালিকের সেই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।  



ভিডিওটিতে দেখা যায়  বয়স্ক এক ব্যক্তি এবং তাঁর স্ত্রী একটি ছোট ধাবায় খাবার বিক্রি করে। তাই দিয়েই তাদের সংসার চলতো। কিন্তু লকডাউনের কারনে খাবারের জন্য আর কেউ আসেনা দোকানে তাই গ্রাহক ছাড়া কতটা অসহায় হয়ে উঠেছে সেই বয়স্ক ব্যক্তি তা এক ব্যক্তি ভিডিওতে রেকর্ড করে। 

সারা দিনে ৪০ টাকা উপার্জনে যে সংসার চলে না তা বলতে বলে বৃদ্ধ প্রসাদের চোখে জল এসে যায়। 

গ্রাহক শূন্য মালভিয়া নগরের ‘বাবা কা ধাবা’-র সেই ভিডিও ভাইরাল হতেই এখন সেই দোকানের সামনে ভীর সামলাতে হচ্ছে স্থানীয় পুলিশকে। 

বৃদ্ধ দোকানদার প্রসাদ জানান- "লকডাউন চলাকালীন কোনও বিক্রি হয়নি তবে এখন মনে হচ্ছে পুরো ভারত আমাদের সাথে রয়েছে"