নবান্ন অভিযানে গুরুতর আহত রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জী
রাজ্যে BJP কর্মীদের উপর "পুলিশি আঘাত", কর্মসংস্থান, বেকার যুবকদের চাকরির দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্য BJP ৷
রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে নবান্ন অভিযানের ডাক দেন সদ্য দায়িত্ব প্রাপ্ত যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷
সৌমিত্র খাঁ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদিন মিছিল করতে পারেন তা হলে আমরা কেন মিছিল করব না? বাংলার বেকার যুবকদের জন্য আমরা এই মিছিল করছি ।"
আজ নবান্ন অভিযানে রাজ্য সহ সভাপতি শ্রী রাজু ব্যানার্জী গুরুতরভাবে আহত হন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে- পুলিশের অত্যাচারেই গুরুতরভাবে আহত হয়েছেন রাজু ব্যানার্জী।
বিজেপির #NabannoCholo অভিযানে রাজ্য সহ সভাপতি শ্রী রাজু ব্যানার্জী তৃণমূলের দলদাস পুলিশের অত্যাচারে গুরুতরভাবে আহত। বিজেপি নেতা-কর্মীদের মারাই কি পুলিশের কাজ? pic.twitter.com/cxTywj50r2
— BJP Bengal (@BJP4Bengal) October 8, 2020
বিজেপির (BJP) নবান্ন চলো অভিযান (Nabanna Chalo) ঘিরে হেস্টিংস মোড়ে (Hastings) ধুন্ধুমার শুরু হয়। মিছিল এগোতেই হেস্টিংস মোড়ে বাধা দেয় পুলিশ। এরপর মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস । হেস্টিংসে কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন।
হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক সহ বিজেপির নেতানেত্রীরা।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আমরা গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাচ্ছি, তবে মমতা জি আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে হিংসার প্রতিবাদে পরিণত করার চেষ্টা করেছেন। পুলিশ সহ গুন্ডারা আমাদের ওপর পাথর ছুঁড়েছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊