পুজোর পরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে আশঙ্কা স্বাস্থ্য দপ্তরের। এই নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উত্তরবঙ্গের করোনার দায়িত্বে থাকা আধিকারিক osd ডাক্তার সুশান্ত রায়।
বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেন।সেখানে osd বলেন বিভিন্ন পুজো কমিটি গুলো তাদের পুজো মণ্ডপে অবশ্যই স্যানেটাইস,মাস্ক,ব্যবহার করেই সামাজিক দূরত্ব মেনেই পুজো করতে হবে।
এদিন তিনি বলেন-
- কোন ধরনের সামাজিক অনুষ্ঠান করা যাবেনা।
- কোন পুজো মণ্ডপে কেউ দশ মিনিট এর বেশি থাকা যাবেনা, সকল কে মাস্ক পড়তে হবে।
- প্রতিমা বিসর্জন অনুষ্ঠান করা যাবেনা।
- ভিড় একেবারেই করা যাবেনা।
- ডাক্তার রাও আক্রান্ত হচ্ছে। তাই এখন চিন্তিত জেলা স্বাস্থ্য দপ্তর ।বেড বাড়ানো হলেও করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
- এম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। রাখতে হবে। আপৎকালীন পরিস্থিতিতে যা যা করণীয় তা করার ব্যবস্থা করা।
জেলা শাসক দপ্তরের rtc কক্ষে এই সাংবাদিক সম্মেলন হয়। সদর মহকুমা শাসক রঞ্জন কুমার দাস ও উপস্থিত ছিলেন এখানে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊