স্কুল ক্যাম্পাসে রাজনৈতিক সভা করবার খবর পেয়ে নড়ে চড়ে বসলো শিক্ষা দপ্তর
স্কুল ক্যাম্পাসে শিক্ষা ছাড়া কোনোরূপ রাজনৈতিক সভা করা যাবে না:শিক্ষা দপ্তর
করোনা বিধি নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশে চলছে রাজনৈতিক কর্মশালা, পিছিয়ে নেই এই রাজ্যেও l শাসক দল থেকে বিরোধী শিবির সব দলই একে অপরকে টেক্কা দিয়ে করছে আগামী বিধানসভা নির্বাচনের প্রচার l স্কুলের মাঠ থেকে রাস্তার মোড় ও বাড়ি বাড়ি প্রচার সব শিবিরেই তুঙ্গে l
এরকম পরিস্থিতিতে শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলির প্রধান শিক্ষকের কাছে চলে এসেছে নির্দেশিকা, স্কুলে শিক্ষা মূলক কর্মসূচি বাদে অনুমতি ছাড়া করা যাবে না কোনো রাজনৈতিক কর্মসূচি l
এই রকমই নির্দেশিকা জারি করল কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণ থেকে l কোনো স্কুল চত্বরে যেকোনো শিক্ষা ব্যতীত কর্মশালা আয়োজনে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে l
শুধু তাই নয়, চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে বিশ্বস্ত সূত্রে থেকে জেলা শিক্ষা দপ্তর জানতে পেরেছে সম্প্রতি বেশ কিছু বিদ্যালয়ে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊