Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুল ক্যাম্পাসে রাজনৈতিক সভা করবার খবর পেয়ে নড়ে চড়ে বসলো শিক্ষা দপ্তর

স্কুল ক্যাম্পাসে রাজনৈতিক সভা করবার খবর পেয়ে নড়ে চড়ে বসলো শিক্ষা দপ্তর 

স্কুল ক্যাম্পাসে শিক্ষা ছাড়া কোনোরূপ রাজনৈতিক সভা করা যাবে না:শিক্ষা দপ্তর


symbolic picture




করোনা বিধি নিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সারা দেশে চলছে রাজনৈতিক কর্মশালা, পিছিয়ে নেই এই রাজ্যেও l শাসক দল থেকে বিরোধী শিবির সব দলই একে অপরকে টেক্কা দিয়ে করছে আগামী বিধানসভা নির্বাচনের প্রচার l স্কুলের মাঠ থেকে রাস্তার মোড় ও বাড়ি বাড়ি প্রচার সব শিবিরেই তুঙ্গে l

এরকম পরিস্থিতিতে শিক্ষা দপ্তর থেকে স্কুলগুলির প্রধান শিক্ষকের কাছে চলে এসেছে নির্দেশিকা, স্কুলে শিক্ষা মূলক কর্মসূচি বাদে অনুমতি ছাড়া করা যাবে না কোনো রাজনৈতিক কর্মসূচি l

এই রকমই নির্দেশিকা জারি করল কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণ থেকে l কোনো স্কুল চত্বরে যেকোনো শিক্ষা ব্যতীত কর্মশালা আয়োজনে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের কাছে l

শুধু তাই নয়, চিঠিতে পরিষ্কার জানানো হয়েছে বিশ্বস্ত সূত্রে থেকে জেলা শিক্ষা দপ্তর জানতে পেরেছে সম্প্রতি বেশ কিছু বিদ্যালয়ে রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে । 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code