এবার মোবাইলের রেডিয়েশন থেকে বাঁচাবে Gausatva Kavach!- যা তৈরী গরুর গোবর থেকে
এসে গেলো গরুর গোবর [cow dung] দিয়ে তৈরী গৌসত্ত্ব চিপ। গরুর গোবর দিয়ে বানানো এই চিপ আপনাকে বাঁচাবে মোবাইলের রেডিয়েশনের প্রভাব থেকে, এমনটাই দাবী Rashtriya Kamdhenu Aayog এর।
এককথায় মোবাইল এর রেডিয়েশন থেকে মুক্তি - এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগ ( RKA) এর চেয়ারম্যান বল্লভভাই কাথিরিয়া।
বল্লভভাই কাথেরিয়ে সংবাদ মাধ্যমে জানিয়েছেন-, "গৌসত্ত্ব চিপ লাগিয়ে নিন মোবাইলে, এটি তাৎপর্য্যপূর্ণভাবে মোবাইলের রেডিয়েশন কমিয়ে দেয় । "
এই চিপ এর নাম রাখা হয়েছে- "গৌসত্ত্ব কবচ" যা বানিয়েছে গুজরাটের রাজকোটের গৌশালা।
ইতিমধ্যে অনলাইনে বিক্রি হচ্ছে এই চিপের- যার দাম প্রতি পিস ৭০-১০০ টাকার মধ্যে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊