বিদ্যাসাগর কোচিং সেন্টারের পক্ষ থেকে মাস্ক বিলি ও সচেতনতার প্রচার



নিজস্ব প্রতিনিধি, নিগমনগরঃ 


বিদ্যাসাগর কোচিং সেন্টারের উদ্যোগে বিদ্যাসাগরের জন্মের দুশ বছর পূর্তি উপলক্ষে আজকে দিনহাটা  ১নং ব্লকের নিগমনগর সহ পার্শ্ববর্তী এলাকা বালিকা বন্দরে প্রায় ১০০ জন পথচারিকে মাস্ক পড়িয়ে সচেতনতার বার্তা প্রদান করা হলো। উপস্থিত ছিলেন কোচিং-য়ের প্রধান শিক্ষক দীপক পাল , সঞ্জীব কর্মকার, নিটন কুমার রায়, প্রদীপ বর্মন, টিটু দেবনাথসহ অন্যান্যরা।



উপস্থিত ছাত্র-ছাত্রীগণ সহ এলাকার মানুষজন। শিক্ষার ওপর নেমে আসা আক্রমণ এবং সমাজে ঘটে চলা বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবার অঙ্গীকার গ্রহণ করেন।



 কোচিং-য়ের প্রধান শিক্ষক দীপক পাল বলেন, করোনা আবৃত সারা পৃথিবী, বর্তমান সময়ে মানুষ বেশী বিপদগ্র স্থান কিন্তু সচেতনতার খুব অভাব দেখা দিয়েছে ।এই সময়ে দাড়িয়ে আমরা মনে করছি সকলের মাস্ক পড়া দরকার এবং ডাক্তার দের পরামর্শ মতো চলা ফেরা করা দরকার তাই কোচিং সেন্টার থেকে সচেতনতা মূলক বার্তা দেওয়ার চেষ্টা করছি ।