নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ উদয়ন গুহর, প্রশ্ন তুললেন নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে
দিনহাটা, ১৩ অক্টোবর: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দিনহাটা এক নম্বর ব্লকের পেটলায় আয়োজিত দলের এক বিজয়া সম্মিলনী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নাগরিকত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগে তীব্র কটাক্ষ করেন।
মন্ত্রী উদয়ন গুহ তাঁর ভাষণে নাগরিকত্ব এবং নথিপত্রের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি বলেন, "বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা যদি বাংলাদেশী হই, তাহলে হিন্দিতে কথা বলার জন্য গুজরাটের নরেন্দ্র মোদী কেন পাকিস্তানি হবেন না?" তিনি আরও দাবি করেন, যে সমস্ত নথি দেখিয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে বিজেপি নেতাদের প্রধানমন্ত্রী বানিয়েছে, এখন তারাই বলছে সেইসব নথি নাকি চলবে না। এই প্রেক্ষিতে তিনি বলেন, "তাহলে তো সবার আগে তাদেরকে পদত্যাগ করতে হয়।"
ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা নিয়েও নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ করেন উদয়ন গুহ। তিনি হুঁশিয়ারি দেন, "যদি কেউ অন্যায় ভাবে ভোটার তালিকা থেকে একটা ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি ঘরে থাকতে পারবে কি না সেটা নিয়েও চিন্তাভাবনা করতে হবে।"
তাঁর অভিযোগ, বিজেপি টার্গেট করবে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস বেশি ভোট পেয়েছে, সেইসব বুথ থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার। তাই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বিশেষ বার্তা দেন। মন্ত্রী গুহ বলেন, "দলীয় কর্মীদের এমনভাবে থাকতে হবে, যাতে ২০২৬-এর নির্বাচনে দিনহাটা মহকুমায় যত বুথ রয়েছে, সেই সমস্ত বুথের যেন আশী শতাংশ বুথে বিজেপি কোনো এজেন্ট দিতে না পারে।"
পেটলার এই বিজয়া সম্মিলনীতে মন্ত্রী উদয়ন গুহর এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে যখন বিজেপি নাগরিকত্ব (সংশোধনী) আইন বা CAA নিয়ে সরব, তখন তৃণমূলের পক্ষ থেকে এই ধরনের পাল্টা আক্রমণ ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊