সপ্তম ও অষ্টম দফার মিড ডে মিল বিতরণের নির্দেশ-কবে থেকে  কোন ক্লাস জেনে নিন 



বিশ্ব জুড়ে করোনা তার তান্ডব চালিয়ে যাচ্ছে, বিশ্ব অর্থনীতি থেকে শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব ব্যাপক হারে পড়েছে lআক্রান্তের নিরিখে প্রথম স্থান অধিকার করেছে ভারত কিন্তু স্বস্তির খবর সুস্থতার নিরিখেও ভারত প্রথম স্থানে রয়েছে l


পরীক্ষা মূলক ভাবে দেশের কিছু রাজ্যে স্কুল খুললেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের বন্ধ করা হয় স্কুল l স্কুল কলেজ খোলা নিয়ে এখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্র থেকে রাজ্য সরকার l  আরও পড়ুনঃ  ১ অক্টোবর থেকে স্বাভাবিক হচ্ছে অনেক কিছুই- বড়  ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইতি মধ্যে রাজ্যের প্রত্যেক স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্র ছাত্রীদের তাঁদের জন্য ধার্য্য খাদ্য দ্রব্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিতরণ করা হয় l  বিভিন্ন দফায় চাল, ডাল, আলু, ছোলা, স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয় l

এবার একবারে দু দফার বিতরণের নির্দেশ পাঠানো হল রাজ্য শিক্ষা দপ্তর থেকে, আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ছাত্র ছাত্রীদের জন্য ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান বিতরণ করা হবে l আগামী ৭ই অক্টোবর থেকে ১১ই অক্টোবর পর্যন্ত সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল গুলিতে বিতরণ চলবে l আরও পড়ুনঃ আবার ভারত সেরা বাঙালি 


৫ই অক্টোবর স্কুল জীবাণুমুক্ত করণ ও ৬ই অক্টোবর খাদ্য দ্রব্য প্যাকেজিং করার নির্দেশ রয়েছে l পরের মাসের বিতরণ  ৪ই নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত চলবে l আরও পড়ুনঃ মিষ্টি প্রেমীদের জন্য সুখবর, আর খেতে হবে না বাসি মিষ্টি