তৃণমূলের ট্রেড ইউনিয়নে যোগদান কুমারগ্রাম দুয়ার মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের



কুমারগ্রাম দুয়ার মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তৃণমূলের ট্রেড ইউনিয়নে যোগদান।শনিবার তৃণমূল জেলা সভাপতির মৃদুল গোস্বামীর হাত থেকে আইএনটিটিইউসি'র পতাকা নিজেদের করে নিলেন ১৯০ জন আইএনটিইউসি সমর্থক।




এক সময়ে কংগ্রেসের শক্তিশালী সংগঠন কুমারগ্রাম দুয়ার মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সময়ের সাথে তাল মেলাতে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।আইএনটিইউসি ছেড়ে আইএনটিটিইউসি তে যোগদান করল ১৯০ জন ট্রেড ইউনিয়ন সদস্য।এদিন কুমারগ্রাম দুয়ার মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে তৃণমূল জেলা সভাপতির হাত ধরে তারা তৃণমূলের ট্রেড ইউনিয়নে যোগদান করেন।




যোগদান পর্ব শেষে জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানান,কুমারগ্রাম ব্লকে কুমারগ্রাম দুয়ার মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তৃণমূলে যোগদান এক সময়োপযোগী সিদ্ধান্ত।তাদের এই সিদ্ধান্ত যেমন তৃণমূলকে সমৃদ্ধ করবে,ঠিক তেমনই উপকৃত হবেন এই সংগঠনের সদস্যরা।