NEP 2020: জাতীয় শিক্ষানীতি ২০২০ এখনই রূপায়ণ হচ্ছে না বাংলায় - শিক্ষামন্ত্রী 


দেশের নতুন শিক্ষানীতিতে সন্তুষ্ট নয় বাংলা তা আগেই জানা গেছে। এবার জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের অবস্থান কেন্দ্র কে জানালো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা সংকটের মাঝেই জাতীয় শিক্ষানীতিতে বদল এনেছে কেন্দ্র। সোমবার দেশের নয়া শিক্ষানীতি নিয়ে রাজ্য গুলির সঙ্গে ভার্চুয়ালে প্রথম বৈঠক হয়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরহিত্যে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্ক, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও উপাচার্যরা। 


‘এই শিক্ষানীতিতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর গুরুত্বকে খাটো করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে অনেক আপত্তির বিষয় আছে।’ বলেই জানান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি এই ভার্চুয়াল বৈঠকে বলেন, ‘রাজ্যের ভূমিকা খর্ব করে কেন্দ্রীয় নীতি প্রণয়ন করা হচ্ছে। ভারতের মতো বহুমাত্রিক দেশে এমন নীতিতে লাভ নেই।’ 


পাশাপাশি শিক্ষামন্ত্রীর অভিযোগ অভিযোগ বাংলা ভাষাকে উপেক্ষা করা হচ্ছে। এমনকি বাংলা ভাষা পঠনের তালিকায় নেই কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও, রাজযে এখনই নয়া শিক্ষানীতি রুপায়ন সম্ভব নয় বলেও বৈঠকে জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে এখনই রূপায়িত করার কোনও প্রশ্নই ওঠে না। সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করতে হবে।’


পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘‘শিক্ষার মতো একটি বিষয় নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হল। এই সিদ্ধান্ত মানা যায় না। রাজ্যের মতামতকেও গুরুত্ব দেয়নি কেন্দ্র। কেন্দ্রীয় সরকার নিজেদের কর্তব্য পালন করেনি।’’