রেলে ধূমপান থেকে ভিক্ষা - একাধিক আইন পরিবর্তনের পথে ভারতীয় রেল! 





করোনা যখন সমগ্র বিশ্বের জীবনযাত্রা পাল্টে দিয়েছে তখন নতুন করে সব কিছু নতুন ভাবে শুরু করার পরিকল্পনা করছে ভারত। আত্মনির্ভর ভারত গড়বার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এই আত্মনির্ভরতার পথে  হাটতে গিয়ে এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেল আইনে। আইনি পদক্ষেপ যথাযথ ব্যবহার না হওয়ায় সরাসরি ছাড় বা স্পট ফাইনের ব্যবস্থা চালু করতে এই আইন বদলের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 


যাত্রীরা যাতে চলাফেরায় স্বাচ্ছন্দ্য পান সে জন্য আইন রয়েছে রেলে। কিন্তু তার সদ্ব্যবহার হচ্ছে না। আইনকে ব্যবসায় পরিণত করা হয়েছে অনেকক্ষেত্রে। তাই এবার পরিবর্তন আসতে চলেছে । 

রেল আইনের ২৯টির মধ্যে মাত্র ছ’টি ধারা বাদে সব ক'টি জামিন যোগ্য। অপরাধীদের সংশোধন করতে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার আইন রয়েছে। অথচ এক শ্রেণির  কর্তৃপক্ষ মোটা টাকা বেআইনিভাবে আদায় করে যাচ্ছে। বহু অভিযোগ সত্বেও সমস্যার সমাধান না মেলায় এবার সরাসরি আইন বদলে ফেলার চিন্তা করা হয়েছে। খুব শীঘ্রই তা কার্যকরী হবে। 

চেন টেনে গাড়ি দাঁড় করানো ভারতীয় রেলের ১৪১ ধারায় জামিন অযোগ্য অপরাধ। এটাকেও বদলে ফেলার চিন্তা করা হয়েছে। কারন, যাত্রার সময়ে অনেকে বিপদে পড়ে ট্রেনের চেন টানতে বাধ্য হন। এটাকেও ‘কারেকশনাল সেকশনে’ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

২৯টি আইনের মধ্যে ২৩টি আইন বদলে ফেলা হবে। ১০০ টাকা স্পট ফাইন নিয়ে ছেড়ে দেওয়া হবে দোষীদের। 

রেলপথ মন্ত্রক রেলস্টেশন এবং ট্রেনগুলিতে ভিক্ষা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ধূমপান ১৬৭ ধারায় অপরাধ। ১০০ টাকার স্পট ফাইনে এদের ছেড়ে দিলে হয়রানি থেকে মুক্ত হওয়ার পাশাপাশি রেলের ঘরে আয় আসবে বলে মনে করেছে রেল।