picture source- twitterpicture source- twitter



একদিকে দিল্লিতে চালু হল মেট্রো, অন্যদিকে উত্তর পশ্চিম দিল্লিতে পুলিশের কবলে ২ জঙ্গি। আজ সাময়িক গুলির লড়াইয়ের মধ্য দিয়ে বব্বর খালসা ইন্টারন্যাশানাল গোষ্ঠীর দুই জঙ্গিকে গ্রেফতার করলো দিল্লি পুলিসের স্পেশাল সেল। দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র সহ গুলি উদ্ধার করা হয়।




দিল্লি পুলিসের স্পেশাল সেলের সুত্রে খবর , দুই জঙ্গির নাম দিলওয়ার সিং ও কুলওয়ান্ত সিং। ৬টি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ওই দুই জঙ্গির কাছ থেকে।




সূত্রের খবর, পঞ্জাবে কয়েকটি হামলার কারণবশত মামলায় পুলিশ ওদের খোঁজ চালাচ্ছিল।





এই বব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠী কানাডা, ব্রিটেন, জার্মানি ও ভারতের কয়েকটি জায়গায় সক্রিয় ভাবে রয়েছে। ২০১৯ সালে এনআইএ রিপোর্ট অনুযায়ী এই জঙ্গি গোষ্ঠীর ৪ জনের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে বলে জানা গেছে । এরা পঞ্জাবের বিভিন্ন জায়গায় হামলার ছক কষেছিল বলে খবর পাওয়া গেছে।




বব্বর খালসা ইন্টারন্যাশনাল ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় । আশির দশকে গোটা পঞ্জাব যার কারণে আতঙ্কিত ছিল । শেষ অবধি পুলিসের অক্লান্ত নজরদারির কারণে পরবর্তী সময়ে এদের অত্যাচার কমে যায়।