মোবাইল স্যানিটাইজ করেন! নষ্ট হয়ে যেতে পারে আপনার মোবাইল, কীভাবে ব্যাকটেরিয়া মুক্ত করবেন জেনে নিন 



করোনা সংক্রমণের জেরে মানুষ এখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে যথেষ্ট সচেতন। সংক্রমণ এড়াতে সময়ে সময়ে সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধোঁয়া, মাস্ক পড়া জীবনের আবশ্যক বিষয় হিসেবে দাঁড়িয়ে গেছে। এমনকি বাইরে থেকে ফেরার পর মোবাইল পর্যন্ত স্যানিটাইজ করতে ভুলছেন না অনেকে। পাশাপাশি, ঘড়ি, ওয়ালেট সবই এখন স্যানিটাইজ করে জীবানু করছেন অনেকে।  NEW: শুরু হয়েছে কর্মসাথী প্রকল্পের আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন 


তবে, আপনি কি জানেন মোবাইল স্যানিটাইজ করলে আপনার মোবাইলে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। আর তাই মোবাইল স্যানিটাইজ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আপনার নজর রাখা জরুরী। 


মোবাইল স্যানিটাইজ করতে গিয়ে আপনার মোবাইলের কি কি ক্ষতি হতে পারে-জেনে নিন-  
  • স্যানিটাইজার আপনার ফোনের স্ক্রিন, হেডফোন জ্যাক এবং স্পিকারকেও ক্ষতি করতে পারে।
  • মোবাইল স্যানিটাইজ করার ক্ষেত্রে ভালোভাবে নজর না দিলে স্যানিটাইজারটি ফোনের স্পিকারের ভিরতে প্রবেশ করতে পারে। এছাড়াও শট সার্কিট হতে পারে। 
  • আপনার ফোনের রঙও পরিবর্তন করে ফেলতো পারে। অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার ফোনের ডিসপ্লে এবং ক্যামেরার লেন্সের ক্ষতি করতে পারে। এতে ফোনের ডিসপ্লেটি হলুদ হয়ে যেতে পারে।

কীভাবে মোবাইল ব্যাকটেরিয়া মুক্ত করবেন - জেনে নেওয়া যাক- 
  • ৭০ শতাংশ অ্যালকোহল বেসজ ওয়াইপ-এর মাধ্যমে মোবাইল খুব সুন্দর ভাবে ও ভালোমতো পরিষ্কার করা যায়। এর সাহায্যে আপনি ফোনের কোণ এবং পিছনের প্যানেলটি ভালভাবে পরিষ্কার করতে পারবেন। এর মাধ্যমে ফোনের ব্যাকটেরিয়াগুলিও পরিষ্কার হয়ে যায় এবং ফোনের ক্ষতি হয় না।
  • মোবাইল পরিষ্কারের জন্য নিরাপদ ব্যাকটেরিয়াল টিস্যু পেপার যে কোনও মেডিকেল স্টোর থেকে কিনে ব্যবহার করতে পারেন। এই টিস্যু পেপার দিয়ে আপনি আপনার ফোনটি পরিষ্কার করতে পারেন। এই ওয়াইপগুলি খুব শুষ্ক যার কারণে মোবাইলের কোনও ক্ষতি হয় না।