Reliance Jio এর প্ল্যানে ৩টাকা ৫০ পয়সায় ১ জিবি ডাটা 



রিলায়েন্স জিও এই মুহূর্তে টেলিকম ইন্ডাস্ট্রিতে একটা বিরাট জায়গা করে নিয়েছে। এয়ারটেল, ভোডাফন আইডিয়া এর সঙ্গে প্রতিযোগিতায় গ্রাহকের মন কেড়েছে স্বল্প ব্যয়ে মোবাইল ডাটা এর অফারে। জিও এর একটা প্ল্যানে ৩টাকা ৫০ পয়সায় ১ জিবি ডাটা দেওয়া হচ্ছে। এই সুবিধা এয়ারটেল, ভোডাফোনে অধিক ব্যয় সাপেক্ষ। ভাবছেন এটা কি করে সম্ভব। আসুন দেখে নেওয়া যাক। 



জিও ৫৯৯ টাকার প্ল্যান - ৩টাকা ৫০ পয়সায় ১ জিবি ডাটা 

জিও-এর ৫৯৯ টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন জিও- জিও আনলিমিটেড ফোন কল, ৩০০০ মিনিট জিও -অন্যান্য নেটওয়ার্ক ফোন কল, প্রতিদিন ১০০ এসএমএস, জিও অ্যাপ সাবস্ক্রিপশন ও প্রতিদিন ২ জিবি ডাটা। যার মেয়াদ ৮৪ দিন। 



হিসেবে করলে দেখা যায় ৫৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডাটা ৮৪ দিন দিলে ৮৪ দিনে মোট ডাটা ৮৪x২ = ১৬৮ জিবি ডাটা। অর্থাৎ ১৬৮ জিবি ডাটা পাচ্ছেন ৫৯৯ টাকায়। দাঁড়ায়, প্রতি জিবি ডাটার মূল্য ৩ টাকা ৫০ পয়সা প্রায়। তাছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা গুলো।



এয়ারটেল ও ভোডাফনের প্ল্যানের সাথে তুলনা করে দেখা যায় প্রতি জিবি ডাটার দাম ৪টাকা ৭৫ পয়সা। এয়ারটেলে ৫৯৮ টাকার প্ল্যানে আপনি পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডাটা ৮৪ দিনের জন্য। অর্থাৎ মোট ডাটা ১২৬ জিবি। প্রতি জিবি ডাটার দাম দাড়ায় ৪.৭৫ টাকা। আবার ভোডাফন আইডিয়ার ক্ষেত্রে ৫৯৯ টাকার ডাটা প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডাটা ৮৪ দিনের জন্য। অর্থাৎ  মোট ডাটা ১২৬ জিবি। প্রতি জিবি ডাটার দাম দাড়ায় ৪.৭৫ টাকা।