শুরু হয়েছে কর্মসাথী প্রকল্পের আবেদন, জেনে নিন কীভাবে আবেদন করবেন 





রাজ্যের যুব উদ্যোক্তাদের পরিষেবা ও ব্যবস্যা বাণিজ্য সহ নুতুন উদ্যোগ তৈরিতে  এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করা, রাজ্যের গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই স্বনির্ভর কর্মসংস্থান এর সুযোগ তৈরি করা তথা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য কর্মসাথী প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী তিনবছর চলবে এই প্রকল্প। 


কর্মসাথী প্রকল্পের ( karma sathi prokalpo ) মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। BREAKING NEWS: মুখ্যমন্ত্রীর নজরে এবার পুরোহিত,প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা 

এই প্রকল্পে রাজ্যের অধীনস্থ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। লোনের সাথে সাথে থাকবে ভর্তুকির সুযোগ এবং  কিস্তিতে লোন শোধ করার সুবিধে। বেকার যুবক যুবতীরা ছোট উৎপাদন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারবে , এই আশায় শুরু হয়েছে এই প্রকল্পটি।

কারা আবেদন করতে পারবেন-

যে কেউ আবেদন করতে পারেন, তবে মনে রাখতে হবে একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবেন এবং নূন্যতম ক্লাস এইট পাস হতে হবে- তবে কর্মসংস্থান ব্যাংকের (employmentbank) এ নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন।


আবেদনকারীর বয়স সীমা-
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছর এর মধ্যে থাকতে হবে। 


কোন ধরণের ব্যবসা বা কাজের ক্ষেত্রে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?
এই প্রকল্পের আওতায় যে কোনও নতুন উৎপাদন , পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে প্রকল্প গ্রহণের জন্য গ্রাহ্য হবে।


কতটা পরিমাণ সরকারি ভর্তুকি পাওয়া যাবে?

দুই ধরণের সরকারি ভর্তুকি পাওয়া যাবে-

এ) প্রকল্পের ভর্তুকি: প্রকল্প ব্যয়ের 15% অথবা ২৫ হাজার টাকা যেটি নূন্যতম হবে।

বি) সুদের ভর্তুকি: সমবায় ব্যাংকে উদ্যোক্তা যে বার্ষিক সুদ দেবে, তা দেওয়া হবে।

এই সাথে যদি ঋণের সুদ সঠিক সময়মতো প্রদান করেন তবে সুদের ৫০% দেওয়া হবে ৩ বৎসরের জন্য এবং অন্যান্য ক্ষেত্রে ৪০ % সর্বোচ্চ তিন বৎসরের জন্য পাওয়া যাবে।


আবেদন পদ্ধতি-

Karma Sathi Prakalpa এর আবেদন অনলাইন এবং অফলাইন উভয় ভাবে করা যাবে।
উদ্যোক্তা কে নির্দিষ্ট বয়ানে কর্মসাথি পোর্টাল এর মাধ্যমে অথবা সরাসরি আবেদন পত্র জমা করে আবেদন করতে হবে।

আবেদন পত্র একদম বিনামূল্যে পাওয়া যাবে - গ্রামীণ এলাকায় নিকটবর্তী বি ডি ও (B.D.O) অফিস
পৌরসভা এলাকায় নিকটবর্তী এস ডি ও (S.D.O) অফিস,  এছাড়াও জেলার District Industries Centre (DIC) এর অন্তর্গত MSME Facilitation Centre (MFC)। 

আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে?

‘karma sathi prokalpo’ আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। সাথে নিম্নলিখিত কাগজপত্র গুলো দিতে হবে। প্রতিটি ফটোকপি তে আবেদনকারীর স্বাক্ষর করে দিতে হবে।
  • পরিচয়ের প্রমাণ (ছবি সহ)
  • স্থায়ী বাসিন্দার সাটিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • বয়সের উপযুক্ত প্রমাণ পত্র।
  • এসসি / এসটি / ওবিসি / সংখ্যালঘু / ভিন্নভাবে সক্ষম শংসাপত্রের অনুলিপি -যে প্রকল্পগুলো প্রযোজ্য।
  • প্রকল্প রিপোর্ট ।

কর্মসাথী প্রকল্পের আবেদন পত্র বাংলা


বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন- https://wbmsme.gov.in/