সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান
বর্ধমান পৌরসভার ৩ নং ওয়ার্ডের মেহেদিবাগান এলাকায় অনুষ্ঠিত হল মোহাম্মদ সেলিম খানের স্মরণ সভা। ৩নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্মরণ সভায় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন উপ পৌরপতি মহম্মদ শহীদুল্লাহ,৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ আলী,শমিক নেতা সুরেন্দ্র শর্মা,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জি,শিবু সিং,সহ অন্যান্যরা।এদিনের স্মরণসভায় জনাব মোঃ সেলিম খানের প্রতিকৃতিতে মাল্যদান করেন পরিবারের লোকজন। এরপরে প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। মাল্যদানের পর জনাব মহম্মদ সেলিম খানের আত্মার শান্তি কামনা এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রমিক নেতা সুরেন্দ্র শর্মা বলেন সেলিম খান আজ আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু ওনার কাজ জ্বলজ্বল করে আমাদের চোখের মধ্যে ভেসে উঠছে।
সেলিম খান বাসের হকার, রেলের হকার সহ গরিব মানুষদের জন্য অনেক কিছু করেগেছেন। তার কিছু অসমাপ্ত কাজ ছেড়ে গেছেন। যে সমস্ত অসমাপ্ত কাজ ছেড়েগেছেন ,সেই সমস্ত অসমাপ্ত কাজ আমরা সম্পূর্ণ করে তার আত্মার শান্তি কামনা করব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊