করোনা মহামারী পরিস্থিতিতে SBI এর বিশেষ ঘোষণা গ্রাহকদের জন্য  


চারিদিকে যখন আর্থিক অবস্থা মুখ থুবরে, তখন SBI তার গ্রাহকদের জন্য শোনালো স্বস্তির খবর। 


SBI জানিয়েছে Savings Account গ্রাহকদের  SMS চার্জ যেমন দিতে হবে না, তেমনি সেভিংস একাউন্টে মিনিমাম ব্যালান্সের বাধ্যবাধকতাও আর  রইলো না। 

অর্থাৎ সেভিংস একাউন্টে প্রতিমাসে মিনিমাম ব্যালান্স না থাকলেও কোন ফাইন ধার্জ হবে না।