ভোটের মুখেই ধাক্কা খেলেন ট্রাম্প, পদত্যাগের ঘোষণা উপদেষ্টা কেলানে কনওয়ে-র 


ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের জোর লড়াইয়ে সামনেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর এই ভোটের মুখেই ধাক্কা খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পদত্যাগ করতে চলেছেন ট্রাম্পের উপদেষ্টা কেলানে কনওয়ে। 



দীর্ঘদিন যাবত কেলানে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে রয়েছেন। জানা গেছে, পরিবারকে সময় দিতেই সরে দাড়াচ্ছেন তিনি। "এটা সম্পূর্ণ আমার পছন্দ, আমার বক্তব্য। আমি সঠিক সময়ে ভবিষ্যতের কথা ঘোষণা করব।" এই বলেই পদত্যাগের বার্তা দিলেন তিনি। 


কেলানের স্বামী জর্জ কেনওয়ে ট্রাম্পের বিরোধিতা করে একাধিকবার টুইট করেন। পাশাপাশি, ১৫ বছরের মেয়ে টুইটারে মাকে নিয়ে লিখেছে। তার ২৪ ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করলেন কেলানে।


এই মাসেই তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।