দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় লালারস সংগ্রহ


তনুময় দেবনাথ, দিনহাটাঃ 

কোচবিহার জেলায় দিনের পরদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে দিনহাটা মহকুমায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আর এই করোনা ভাইরাসের মোকাবিলায় আজ দিনহাটা মহকুমা শাসকের উদ্যোগে, স্বাস্থ্য দপ্তরের ব্যবস্থাপনায়, দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায়, দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সাধারন গ্রাম বাসীদের মধ্যে করোনা সংক্রামিতদের চিহ্নিত করতে করোনা পরীক্ষা করা হয়। 


স্থানীয়দের অনেক দিনের দাবী ছিল এলাকায় কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত  হওয়ায় সাধারন মানুষের সাথে বেশি মেলামেশা হওয়ার কারনে তাদের লালা রস সংগ্রহ করে টেস্ট করানোর দরকার। সেই দাবী মত দিনহাটা মহকুমা শাসক  ও গ্রাম পঞ্চায়েত প্রধান এই ব্যবস্থা করেছেন। এদিন ক্যাম্পে প্রায় ১০৫জন গ্রামবাসী অংশ নিয়েছিলেন। 

 দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দাস জানান ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক জন ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় আজ এই ক্যম্পের আয়োজন। করোনা সংক্রমণ নিয়ে এলাকার বাসিন্দাদের মনে কোন সংশয় না থাকে তাঁর জন্য এই ব্যবস্থা। আগামীতে আমাদের প্রয়োজনে  দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও ক্যাম্প করে লালা রস সংগ্রহ করা হবে।