করোনা কবচ-ই ভরসা অতিমারিতে! জেনে নিন কেন? 


করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলছে। ফলে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে করোনা বিমা নিয়ে এসেছে ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা আইআরডিএআই। এই হেলথ পিলিসির নাম করোনা কবচ। ১৮ থেকে ৬৫ বছরের মানুষেরা বিমা করতে পারবেন। এর ফলে যে কোনও সরকার স্বীকৃত করোনা হাসপাতালে আপনি করোনা চিকিৎসা করাতে পারবেন।



পাশাপাশি, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থকর্মীদের জন্য বিশেষ ছাড়ও। এক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট দেবে বিমা সংস্থাগুলি। বিমা সংস্থাগুলির চুক্তি আছে এমন হাসপাতাল গুলির ক্ষেত্রে ক্যাশলেস ফেসিলিটি পাবে পলিসি হোল্ডাররা। হাসপাতাল এই সুবিধে দিতে অস্বীকার করলে বিমা সংস্থা গুলিতে অভিযোগ দায়েরও করা যাবে। আরও পড়ুনঃ নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম



জানা গেছে, আইআরডিএআই সাধারণ মানুষের জন্য এ বছরের ১ এপ্রিল থেকে আরোগ্য সঞ্জীবনী নামে একটি স্বাস্থ্য বিমা নিয়ে আসতে সব বিমা সংস্থাকে নির্দেশ দিয়েছে। সব বিমা সংস্থার ক্ষেত্রেই এই পলিসির শর্ত এক, তবে প্রিমিয়াম রেট বিমা সংস্থাগুলি নিজেরা ঠিক করতে পারবে। এই বিমার মধ্যে করোনাও রয়েছে বলে জানিয়েছে আইআরডিএআই।