BROAD GUIDELINES FOR CONDUCT OF GENERAL ELECTIONS/ BYE-ELECTIONS DURING COVID-19
এবারে নির্বাচন কমিশন জারি করল সাধারণ নির্বাচন ও উপ নির্বাচনের একাধিক নয়া নিয়ম৷ করোনা ভাইরাস অতিমারির জেরে সারা পৃথিবী আতঙ্কিত। সামাজিক দূরত্ববিধি, লকডাউন একাধিক নিয়মের ফলে স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে অনেকটাই অসহায় সাধারণ মানুষের জীবনযাত্রা ৷ কিন্তু কতদিন? ইতিমধ্যে আনলক ফেজ ৩ চালু হয়েছে দেশজুড়ে। আর সেই ধারায় এবার যুক্ত হলও নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকা। দেখে নিন একনজরে-
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ মিউনিসিপালিটি কমিশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন বিস্তারিত
1) অনলাইনে নমিনেশন জমা ও তোলা যাবে
2) প্রার্থীসহ দুই জন নমিনেশন জমা দিতে যাবে
3) বাড়ী বাড়ী প্রচারে ৫ জনের বেশি যেতে পারবে না
4) জন সভায় করোনা বিধি মানতে হবে
5) জন সভায় মার্কিং করতে হবে
6) ভোট কেন্দ্রে মাস্ক আবশ্যিক
7) গ্লাভস পরে EVM এর বোতাম টিপতে হবে
8) প্রত্যেক ভোট কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং করা হবে
9)৮০ বছরের উর্দ্ধে ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট হবে
10) করোনা আক্রান্তদের পোস্টাল ব্যালটে ভোট হবে
11) জনসভায় প্রত্যেক জনের মধ্যে৬ ফুট দূরত্ব বজায় রেখে সভা করতে হবে
12) ভার্চুয়াল জনসভা করার প্রতি জোড় দেওয়া হয়েছে নুতন নির্দেশিকায়
2) প্রার্থীসহ দুই জন নমিনেশন জমা দিতে যাবে
3) বাড়ী বাড়ী প্রচারে ৫ জনের বেশি যেতে পারবে না
4) জন সভায় করোনা বিধি মানতে হবে
5) জন সভায় মার্কিং করতে হবে
6) ভোট কেন্দ্রে মাস্ক আবশ্যিক
7) গ্লাভস পরে EVM এর বোতাম টিপতে হবে
8) প্রত্যেক ভোট কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং করা হবে
9)৮০ বছরের উর্দ্ধে ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট হবে
10) করোনা আক্রান্তদের পোস্টাল ব্যালটে ভোট হবে
11) জনসভায় প্রত্যেক জনের মধ্যে৬ ফুট দূরত্ব বজায় রেখে সভা করতে হবে
12) ভার্চুয়াল জনসভা করার প্রতি জোড় দেওয়া হয়েছে নুতন নির্দেশিকায়
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊