প্রায় ৩০ হাজার চিনা অ্যাপকে সরিয়ে দিল Apple!


[WEBDESK]

কিছুদিন আগেই সুরক্ষা ও সার্বভৌমত্ব কথা চিন্তা করে প্রথমে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর, আরও ৪৭টি অ্যাপ ব্যানের পথে হেটেছিল কেন্দ্র। এবার, Apple নিল এক বিরাট পদক্ষেপ। ২৬ হাজার-এর বেশি চিনা অ্যাপ সহ ২৯ হাজার ৮০০ অ্যাপ সরিয়ে দিল Apple!


বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, সমীক্ষা সংস্থা কুইমাই শনিবার একথা জানিয়েছে। যদিও Apple এর তরফে এখনও কোনও কিছুই বলা হয়নি। জানা যাচ্ছে, বছরের শুরুতেই Apple বিভিন্ন গেম প্রস্তুতকারক সংস্থাদের জুন মাসের শেষেই তাদের সরকারি লাইসেন্সের নম্বর জমা দিতে হবে বলে জানিয়েছে, যাতে ইউজাররা ইন–অ্যাপ কিনতে পারেন। জুন মাসের মধ্যে সরকারি লাইসেন্সের নম্বর জমা না দিলে, স্টোর থেকে ওই অ্যাপ সরিয়ে নেওয়া হবে। চিনের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে দীর্ঘদিন ধরেই এই নিয়ম মেনে চলা হয়। কুইমাই (Qimai) প্রকাশিত রিপোর্টের দাবি, নিয়ম না মানায় ২৯,৮০০টি অ্যাপ সরিয়ে দিয়েছে Apple!