আর পাঁচটা নিত্যপ্রয়জনীয়-নিত্য ব্যবহার্য সামগ্রীর মধ্যে রয়েছে ফেস মাস্ক। সরকারি নির্দেশ, বাড়ি থেকে বেড় হলেই পড়তে হবে মাস্ক। তাই মাস্ক ব্যবহারের প্রবণতাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কি ধরনের মাস্ক বা স্বল্প মূল্যে মাস্ক কেনা নিয়ে এবার খুশির খবর নিয়ে এলো জনপ্রিয় খাদি ফেসমাস্ক।
খাদি ফেসমাস্ক এখন থেকে অনলাইনেও কেনা যাবে। এই উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষ করে যারা সচরাচর বাড়ির বাইরে আসতে পারেন না অথবা বিভিন্ন সমস্যার কারণে খাদি ইন্ডিয়া বিক্রয় কেন্দ্রে যেতে পারেন না, তারা বেশি উপকৃত হবেন।
- খাদি গ্রামোদ্যোগ কমিশন (কেভিআইসি)দুই ধরণের- খাদি কটন এবং রেশম নির্মিত মাস্ক বিক্রি করছে
- তুলো দিয়ে বানানো প্রতিটি মাস্কের ন্যূনতম দাম ৩০ টাকা
- রেশম নির্মিত প্রতিটি মাস্কের দাম ১০০ টাকা
- যেকোন ব্যক্তি ৫০০ টাকা পর্যন্ত মাস্কের অর্ডার দিতে পারবেন
- একজন ক্রেতা চার ধরণের মাস্ক সংগ্রহ করতে পারবেন
- অনলাইনে মাস্ক ক্রয় করার ৫ দিনের মধ্যে কমিশন তা প্রাপকের উল্লিখিত ঠিকানায় বিনামূল্যে পৌঁছে দেবে
- বর্তমানে খাদি নির্মিত এই মাস্কের কেনাকাটা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে
কমিশনের চেয়ারম্যান শ্রী বিনয় কুমার সাক্সেনা বলেছেন, খাদি ফেস মাস্কের অনলাইন কেনাকাটা চালু করার উদ্দেশ্য হল, সংগ্রহকারীদের প্রকৃত খাদি ফেসমাস্ক পৌঁছে দেওয়া। গ্রাহকদের যেকোন ধরণের প্রতারণা থেকে সুরক্ষা দিতেই অনলাইনে খাদি মাস্ক বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে শ্রী সাক্সেনা জানান।
একাধিক অনলাইন পোর্টালে খাদি নাম ব্যবহার করে মাস্ক বিক্রি হচ্ছে। এগুলি আদৌও খাদি ফেব্রিক বা হস্ত নির্মিত সামগ্রী নয়। বহু মানুষ এ ধরণের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়েছেন।
khadi এই লিঙ্কে ক্লিক করে খাদি নির্মিত মাস্কের অর্ডার দেওয়া যেতে পারে।
1 মন্তব্যসমূহ
আমি নিতে চাই। কীভাবে অর্ডার করতে চাই।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊