Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার বিশ্ব দরবারে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


করোনার আবহে বারবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। এবার বিশ্ব দরবারে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৯ জুলাই বৃহস্পতিবার ব্রিটেনে ইন্ডিয়া গ্লোবাল উইকের মঞ্চে বিশ্ববাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তিন দিনের এই গ্লোবাল কনফারেন্সে ৩০টি দেশ থেকে মোট ৫০০০ জন অতিথি নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

করোনা পরিস্থিতিতে বিশ্ব দরবারে এহেন মঞ্চে নমোর ভাষণ উল্লেখযোগ্য় বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে দেখা যাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী পীযুষ গয়ালকে। ভারতের বাণিজ্য় ও বিদেশি বিনিয়োগের দিকগুলি নিয়ে বক্তৃতায় আলোকপাত করতে পারেন প্রধানমন্ত্রী বলেই মনে করা হচ্ছে।

৯-১১ জুলাই পর্যন্ত চলা এই ডিজিটাল কনফারেন্সের মূল বিষয় 'পুনরুত্থান: ভারত এবং এক নতুন পৃথিবী।' INC গ্রুপের চেয়ারম্যান মনোজ লাডওয়া এ দিন বলেন, "এই কোভিড পরিস্থিতিতে ভারত বিশ্বে একটি নেতৃত্বদানের জায়গায় চলে এসেছে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী একটি শুভারম্ভের বার্তা দেবেন।" তিনি আরও বলেন, 'করোনার ছায়া থেকে বেরোনোর জন্য় গোটা বিশ্ব লড়াই করছে। বিপুল প্রতিভার সুবাদে বিশ্ব দরবারে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে ভারত। আমি নিশ্চিত যে, প্রধানমন্ত্রী মোদীর বার্তা বিশ্বকে পুনরুজ্জীবিত করবে'।

ব্রিটেনের পক্ষ থেকে বিশেষ বক্তব্য় রাখবেন প্রিন্স চার্লস। এছাড়াও সে দেশের বিদেশ সচিব, স্বাস্থ্য় সচিব, স্বরাষ্ট্রসচিবরাও শামলি হবেন এই সামিটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code