Latest News

6/recent/ticker-posts

Ad Code

উজ্জ্বলা প্রকল্পের সুবিধেভোগীদের জন্য বিশেষ সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার



কোভিড-১৯ মহামারীর ফলে সমাজের দরিদ্র এবং প্রান্তিক মানুষরা সব থেকে বেশি সমস্যায় পড়েছেন। সরকার এঁদের সুবিধের জন্য ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’ ত্রাণ প্যাকেজের ঘোষণা ইতিমধ্যে করেছেন। এই প্রকল্পে দরিদ্র মানুষরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)-এর আওতায় এলপিজি গ্যাসের সিলিন্ডার গত এপ্রিল মাস থেকে তিন মাস বিনামূল্যে পেয়েছেন।  

প্রধানমন্ত্রীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গতকালকের বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের  ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’-র আওতায় থাকা উজ্জ্বলা সুবিধেভোগীরা  পয়লা জুলাই থেকে আরও তিন মাস এই প্রকল্পের সুবিধে পাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এই প্রকল্পের সুবিধে আরও তিন মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবটি অনুমোদন করেছে। এর ফলে, যেসমস্ত সুবিধেভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলিন্ডার কেনার টাকা জমা পড়েছিল, অথচ তাঁরা সিলিন্ডার কেনেননি ౼সেইসব সুবিধেভোগী আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের সুবিধে পাবেন বলে জানা গেছে।

এই প্রকল্পে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উজ্জ্বলা সুবিধেভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯,৭০৯ কোটি ৮৬ লক্ষ টাকা সরাসরি পাঠানো হয় এবং ১১ কোটি ৯৭ লক্ষ রান্নার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code