অনীক চৌধুরী, আলিপুরদুয়ারঃ 

সূচ ও ফেব্রিক রঙ দিয়ে চিনির দানায় ভারতের জাতীয় পতাকা অঙ্কন করে সকলকে তাক লাগিয়ে দিল শ্রেয়সী।এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম লেখাল আলিপুরদুয়ারের কলা বিভাগের ছাত্রী শ্রেয়সী ধর।কোন অণুবীক্ষণ যন্ত্র ছাড়াই এই কীর্তি স্থাপন করল শ্রেয়সী।

আলিপুরদুয়ারের শহরের আসাম গেট এলাকায় থাকে শ্রেয়সী। আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্যোশাল মিডিয়ায় বন্ধুদের বিভিন্ন শৈল্পিক কাজ থেকেই সে এই কাজটি করার অনুপ্রেরণা পায় বলে জানায় শ্রেয়সী। ছোট বেলা থেকেই শিল্পকলায় তাঁর ঝোঁক থাকলেও মাইক্রো আর্টস নিয়ে কাজ করে এরূপ সাফল্যে খুশি সে।

প্রথম বার শ্রেয়সী এতবড় মঞ্চে নিজের শিল্পকলা তুলে ধরেছে বলেও জানায় সে।ইন্ডিয়া বুক অব রেকর্ডসের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল সহ সন্মান জানানো হয়েছে তাকে।এই ক্ষেত্রে সফলতা পেয়ে শ্রেয়সীর পাখির চোখ এখন এশিয়া বুক অফ রেকর্ডস।

শ্রেয়সীর এরূপ সাফল্য উদ্বুদ্ধ করছে জেলার সকল প্রতিভাবান শিল্পীদের বলে আশা সকলের।