সঞ্জিত কুড়ি, পূর্ববর্ধমান, ৭ জুলাই:
বর্ধমানের মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষের অফিসে ঢোকার মুখেই বসানো হল এই স্যানিটাইজার ট্যানেল । এই স্যানিটাইজার ট্যানেল উদ্ধোধন করেছেন কলেজের অধ্যক্ষ সুহৃতা পাল ।
এদিন এখানে উপস্থিত ছিলেন মেড্যিকেল কলেজের অনান্য আধিকারিক, ডাক্তারবাবু ,বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক পার্থ হাটি ও বর্ধমান গুরুদুয়ার কমেটির সভাপতি মহেন্দ্র সিং সালুজা সহ অনান্য ব্যাক্তিরা ।
এদিন অধ্যক্ষ সুহৃতা পাল বলেন এই কোভিড নাইনটিনে হাসপাতালে কর্মরত চিকিৎসক ,নার্স ,স্ব্যাস্থকর্মী ,সাফাইকর্মী,এবং হাসপাতালে অফিসে যাতায়াতকারি যেসমস্ত অফিস স্টাফ আছে তারা সারাদিন ওয়ার্ডে অক্লান্ত পরিশ্রম করে কাজ করার পর এই যায়গায় একবার আসতে হয় তাদের ,সেরজন্য এখানে স্যানিটাইজার ট্যানেল বসিয়ে খুবই সুরক্ষিত হল আমাদের ।এবং তিনি এও জানান গুরুদুয়ার কমেটির পক্ষ থেকে ট্যানেলটি হাসপাতালে বসানোর জন্য আমি খুবই আপ্লুত হলাম ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊