Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেল বেসরকারিকরনের প্রতিবাদে তৃণমূলের পথসভা ও বিক্ষোভ কর্মসূচী



অনীক চৌধুরী, আলিপুরদুয়ার, ৭ই জুলাইঃ 

মঙ্গলবার আলিপুরদুয়ার ১৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের সামনে রেল বেসরকারিকরনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্র সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক নীতির সমালোচনা করে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার রেলকে বেসরকারি করার ঘোর বিরোধিতা করে জেলা তৃণমূল। 

উক্ত সভায় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, প্রতিনিয়ত বেড়ে চলা পেট্রোপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা বিজেপি সরকারের অস্বচ্ছতা ও জনস্বার্থবিরোধী নীতির কথা উল্লেখ করেন। রেলের বেসরকারিকরণের বিরুদ্ধে এদিন বৃহত্তর আন্দোলনের ডাক দেন তৃণমূল নেতৃত্ব। 

এদিনের পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী,জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code