ইউজিসি -এর পর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফেও 'কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিতে হবে পরীক্ষা।' মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ‘পরীক্ষা, মূল্যায়ন ও ভর্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষাকর্মীদের ক্যাম্পাসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে জানায়, কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা নেওয়া যেতে পারে সেপ্টেম্বরের শেষে! অনলাইন, অফলাইন বা অনলাইন- অফলাইনেও পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছে।  

এবার, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে চিঠি দিল রাজ্য সরকার। নতুন নিয়ম কীভাবে মানা সম্ভব? যেখানে সব জায়গায় ইন্টারনেটের সুবিধা নেই, সমস্যা রয়েছে, সেখানে সেইসব ছাত্র ছাত্রীদের অনলাইনে পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব? চিঠিতে জানতে চেয়েছে রাজ্য সরকার।

চিঠিতে আরও বলা হয়েছে, কোভিড পরিস্থিতিতে অফলাইনে পরীক্ষা নেওয়া মুশকিল। রাজ্য যা করেছে, তা ইউজিসি-র আগের সুপারিশের নিয়ম মেনেই করেছে।। পরীক্ষার ফল দ্রুত না বের করলে অনেকের সমস্যা হবে। শুধু তাই নয়, শিক্ষা একটি যৌথ তালিকাভুক্ত বিষয়। কীভাবে সেখানে ইউজিসির চিঠিতে পরীক্ষা নেওয়া আবশ্যিক বলা হল? 

ইউজিসির নতুন নিয়ম কার্যকর না করে পুরোনো নিয়ম যা রাজ্য মেনে চলেছে, সেটাই বজায় রাখা হোক। এমনই দাবি জানানো হয়েছে।