Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপরিবারে নিজের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ বিধায়কের


অনিক চৌধুরী, আলিপুরদুয়ার, ৮ই জুলাই ২০২০ঃ 

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং রেল বেসরকারিকরণের প্রতিবাদে স্বপরিবার অবস্থান বিক্ষোভে বিধায়ক।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার স্বপরিবারে নিজের বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী। সারা জেলার পাশাপাশি স্বপরিবারে তাঁর এই অবস্থান বিক্ষোভ বিজেপি বিরোধী আন্দোলনকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।সৌরভ বাবুর এই কর্মসূচি অন্যান্য তৃণমূল কর্মীদের উদ্বুদ্ধ করবে বলে আশা রাজনীতিবিদদের।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে স্বপরিবার অবস্থান বিক্ষোভে সামিল হন তিনিও। এদিন সপরিবারে নিজের বাড়ির সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন মৃদুল বাবু।তার কথায়, বিশ্ব বাজারে যখন প্রেট্রোলের দাম কমছে তখন আমাদের দেশে পেট্রোলের দাম বৃদ্ধি পাচ্ছে। সাথেই রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বাড়ার প্রতিবাদ জানাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code