উত্তরের গুণী সুজন কবি মানস চক্রবর্তী
শুভাশিস দাশ
উত্তরের সাহিত্য অঙ্গনে এই মুহুর্তে একটি আলোচিত নাম আজকের গুনী জন কবি মানস চক্রবর্তী । যিনি একাধারে তোর্সা সাহিত্য সংস্থার সম্পাদকও । যে সংস্থাটি লাগাতর সাহিত্যের উপর কাজ করে যাচ্ছে একের পর এক ।
উত্তরের এই কবি ছোট বেলা থেকেই সাহিত্যের উপর ঝোঁক ছিলো ।
কবিতা গল্প নিয়ে বেড়ে ওঠা । লেখাপড়ার পাশপাশি সাহিত্যকে নিবিড় ভাবে ভালোবেসে আজ এই জায়গায় দাঁড়িয়েছেন কবি মানস চক্রবর্তী । তাঁর কবিতা পড়লেই বোঝা যায় এটা কার কবিতা । বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন নিয়মিত ।
ভালো মনের মানুষ না হলে নাকি কবিতা লেখা যায় না , এক্ষেত্রেও ব্যতিক্রম নয় । খুব ভালো মনের একজন একনিষ্ঠ সাহিত্য প্রেমিক কবি মানস চক্রবর্তী ।
তাঁর কলম চলতেই থাকুক এই শুভ কামনা আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊