Latest News

6/recent/ticker-posts

Ad Code

উত্তরের গুণী সুজন কবি মানস চক্রবর্তী



উত্তরের গুণী সুজন কবি মানস চক্রবর্তী 
শুভাশিস দাশ 


উত্তরের সাহিত্য অঙ্গনে এই মুহুর্তে একটি আলোচিত নাম আজকের গুনী জন কবি মানস চক্রবর্তী । যিনি একাধারে তোর্সা সাহিত্য সংস্থার সম্পাদকও । যে সংস্থাটি লাগাতর সাহিত্যের উপর কাজ করে যাচ্ছে একের পর এক । 

উত্তরের এই কবি ছোট বেলা থেকেই সাহিত্যের উপর ঝোঁক ছিলো । 

কবিতা গল্প নিয়ে বেড়ে ওঠা । লেখাপড়ার পাশপাশি সাহিত্যকে নিবিড় ভাবে ভালোবেসে আজ এই জায়গায় দাঁড়িয়েছেন কবি মানস চক্রবর্তী । তাঁর কবিতা পড়লেই বোঝা যায় এটা কার কবিতা । বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন নিয়মিত । 

ভালো মনের মানুষ না হলে নাকি কবিতা লেখা যায় না , এক্ষেত্রেও ব্যতিক্রম নয় । খুব ভালো মনের একজন একনিষ্ঠ সাহিত্য প্রেমিক কবি মানস চক্রবর্তী । 
তাঁর কলম চলতেই থাকুক এই শুভ কামনা আমাদেরও ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code