অনিক চৌধুরী, আলিপুরদুয়ার, ৮ই জুলাই ২০২০ঃ 

আলিপুরদুয়ার জেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড ডে মিল শুরু হল বুধবার। বিদ্যালয় পড়ুয়াদের রান্না করা খাওয়ার দেওয়ার পরিবর্তে চাল,ডাল,আলু সহ খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও করোনা সংক্রমণ থেকে বাঁচাতে স্যানিটাইজারও তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে। 


এদিন পড়ুয়াদের হাতে ২ কিলো করে চাল,২কিলো আলু ও ২৫০ গ্রাম মুসুর ডাল প্রদান করা হয় বলে জানান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনুপ চক্রবর্তী। 


আলিপুরদুয়ার ১ এবং ২ নম্বর ব্লক ছাড়াও এদিন পুর এলাকা মিলে ২৫ টিরও বেশি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখেন চেয়ারম্যান অনুপ চক্রবর্তী। 


বিদ্যালয় বন্ধ থাকায় এদিন পড়ুয়াদের হোম টাস্কও দেওয়া হয় শিক্ষকদের পক্ষ থেকে বলে জানা যায়। এর পাশাপাশি মডেল এক্টিভিটি চালু করা হয়েছে বলেও জানান অনুপ বাবু। অনলাইন পঠন পাঠনে ব্যাপক সারা পাওয়ায় তারা ছাত্র-ছাত্রীদের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্য যোগ ব্যায়াম ক্লাসও শুরু করা হয়েছে বলে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের পক্ষ থেকে জানিয়েছন তিনি।