৫০৯ বছরের ঐতিহাসিক মনসাপূজার মেলা এবার হচ্ছে না 


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ

509 বছরের  জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের ঐতিহাসিক বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো কে কেন্দ্র করে বিশাল মেলার  আয়োজন এবার হচ্ছে না।

এবছরের পুজো 509 বছরে পদার্পণ করলো। পূজা কমিটির পক্ষথেকে জানানো হয়েছে করোনার আবহের জন্য হচ্ছে না জাকজমক ভাবে মনসা পুজো। তবে সরকারি নিয়ম ও সামাজিক দূরত্ব মেনেই জনশূন্য অবস্থায় এই পুজো চলবে। 


রাজপুরহিত শুবু ঘোষাল বলেন- "ঐতিহাসিক বিষহরি গানও সামাজিক দূরত্ব মেনেই হবে। তবে কোন মেলার আসর বসবেনা এখানে। নিয়ম নিষ্ঠার সাথে পুজো রাজবাড়ী মনসা মন্দীরেই হবে। সাধারণ ভক্তরা মন্দীরের বাইরে দুধ কলা দিয়ে পুজো দিতে পারবে। কিন্তু কোন ধরনের ভিড় এবছর করতে দেবা হবেনা।"