Latest News

6/recent/ticker-posts

Ad Code

বজ্রপাতে মৃত্যু রুখতে এল অ্যাপ!

দু বছর আগে কেন্দ্রীয় সরকারের পৃথিবী বিজ্ঞান মন্ত্রক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেটেরিয়ালস (IITM) পুনের গবেষকরা যৌথ উদ্যোগে চালু করেছিলেন।

বজ্রপাতে মৃত্যু রুখতে এল অ্যাপ! 


সম্প্রতি ব্জ্রপাতে মৃত্যু ঘটনা আসছিল বেশ কয়েকবার। কিছুদিন আগেই বিহারে বজ্রপাতে মৃত্যু হয় বেশ কিছু মানুষের। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ভারতে ২,৩০০ জন মানুষ মারা গিয়েছেন শুধু বজ্রপাতেই। পাশাপাশি ২০০৫ এর পর থেকে প্রতি বছর কমপক্ষে ২০০০ জন মানুষ প্রাণ হারান। 

বজ্রপাতে মৃত্যু রুখতে এবার আসল অ্যাপ। যা বজ্রপাত ঘটার ৩০মিনিট আগেই মানুষকে সতর্ক করে দেবে। এই অ্যাপের নাম Damini । যা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে। 

Damini নামের এই স্মার্ট ফোন অ্যাপ বজ্রপাতের আভাস থেকে শুরু করে ওই এলাকার আবহাওয়া সম্পর্কিত জরুরি তথ্যও দেবে।


এই স্মার্টফোনে ইনস্টল করার পর অবস্থান দেখে অ্যাক্টিভিশন করতে হবে। অ্যাক্টিভিশন করলে ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে কোথায় কোথায় বজ্রপাত হতে পারে, তা অন্তত ৩০-৪০ মিনিট আগেই সতর্ক করে দেবে। অ্যাপে যে লোকেশন দেখাবে, সেখানে বাজ পড়ছে কিনা সে সম্পর্কেও তথ্য প্রদান করবে। অ্যাপের মানচিত্রের চিহ্নিত করা সার্কেলের ঠিক নিচেই হিন্দি এবং ইংরেজিতে এই তথ্য দেওয়া হবে।

আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা জানান, আবহাওয়া দফতরের ওয়েবসাইটের মাধ্যমে বজ্রপাতের স্থানগুলি সম্পর্কে তথ্য দিয়ে থাকে। বজ্রপাতের তথ্যের পাশাপাশি কী ভাবে তা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব এবং এর প্রাথমিক চিকিত্সা সম্পর্কেও জানাবে এই অ্যাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code